ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশব্যাপী দোয়া ও প্রার্থনা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৮, ৫ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৫:১৮, ৫ ডিসেম্বর ২০২৫
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশব্যাপী দোয়া ও প্রার্থনা

দেশব্যাপী দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় শুক্রবার (৫ ডিসেম্বর) সারা দেশে বিশেষ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। 

রাজধানীর মসজিদসহ দেশের সব মসজিদে জুমার নামাজের পর বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। একই সঙ্গে বিভিন্ন ধর্মীয় উপাসনালয়েও প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।

ঢাকার নয়াপল্টনের একটি মসজিদে দোয়া মাহফিলে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা। দোয়ার পর সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, “বেগম জিয়া গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন। কারাগার থেকেই তাঁর অসুস্থতার শুরু চিকিৎসার অভাবে পরিস্থিতি আরো জটিল হয়েছে।”

তিনি আরো জানান, কাতার থেকে পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স শনিবার ঢাকায় পৌঁছালে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী রবিবার তাঁকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি রয়েছে। তবে তাঁর শারীরিক অবস্থার ওপর ভিত্তি করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা।

এর আগে সকালে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী শুক্রবার দেশব্যাপী দোয়া ও প্রার্থনার কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, “প্রতিটি মসজিদে বিশেষ মোনাজাত এবং মন্দির–গির্জা–প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়ে প্রার্থনার আয়োজন করা হয়েছে। দেশবাসীর কাছে আমরা নেত্রীর সুস্থতার জন্য দোয়া কামনা করছি।”

দোয়া মাহফিলে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

এদিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের পক্ষ থেকেও সারাদেশে দোয়া ও প্রার্থনার আহ্বান জানানো হয়েছে। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে জানানো হয়। দেশের বিভিন্ন ধর্মাবলম্বী নাগরিকদেরকে নিজ নিজ উপাসনালয়ে বেগম জিয়ার রোগমুক্তির জন্য বিশেষ প্রার্থনা করতে অনুরোধ করা হয়েছে।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন। তাঁর শারীরিক অবস্থার সর্বশেষ অগ্রগতি জানাতে হাসপাতাল এবং দলের পক্ষ থেকে নিয়মিত তথ্য দেওয়া হচ্ছে।

ঢাকা/এএএম/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়