Risingbd Online Bangla News Portal

ঢাকা     বুধবার   ২০ অক্টোবর ২০২১ ||  কার্তিক ৪ ১৪২৮ ||  ১২ রবিউল আউয়াল ১৪৪৩

হেফাজত আমির জুনায়েদ বাবুনগরী মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০২, ১৯ আগস্ট ২০২১   আপডেট: ১৮:১৬, ১৯ আগস্ট ২০২১
হেফাজত আমির জুনায়েদ বাবুনগরী মারা গেছেন

হেফাজতে ইসলামের আমির জুনাায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে অসুস্থ অবস্থায় জুনায়েদ বাবুনগরীকে চট্টগ্রামের বেসরকারি সিএসসিআর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৬৭ বছর।

জুনাায়েদ বাবুনগরীর ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মদ জুনায়েদ মৃত্যুর বিষয়টি রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: জুনায়েদ বাবুনগরীর জীবন ও কর্ম

মোহাম্মদ জুনায়েদ বলেন, তিনি দীর্ঘদিন ধরে ডায়েবেটিসহ বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন। তার মরদেহ বর্তমানে সিএসসিআর হাসপাতালে রয়েছে।

২০২০ সালে হেফাজতের আমির হন জুনায়েদ বাবুনগরী। এর আগে তিনি এই সংগঠনের মহাসচিব পদে ছিলেন। এ ছাড়া তিনি চট্টগ্রামের মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার শিক্ষা পরিচালক ছিলেন।

রেজাউল/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়