ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নাটোরে অসহায়দের মধ্যে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৩, ৫ অক্টোবর ২০২১  
নাটোরে অসহায়দের মধ্যে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ

নাটোরে অসহায় তিন ব্যক্তিকে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অনুদানের চেক বিতরণ করেছেন নাটোর-নওগাঁ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রত্না আহমেদ।

মঙ্গলবার (৫ অক্টোবর)  দুপুরে কানাইখালীর নিজ কার্যালয়ে নাটোর সদর উপজেলার আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ডা. আব্দুল আওয়ালসহ তিনজনের মধ্যে ১ লাখ ৬০ হাজার টাকার চেক হস্তান্তর করেন।

আরো পড়ুন:

রত্না আহমেদ জানান, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার শাসন আমলে বাংলাদেশের কোন মানুষ দুর্ভোগ পোহাবে না।  প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনের প্রেক্ষিতে তার সুপারিশের মাধ্যমে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে নাটোর সদর উপজেলার আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ডা. আব্দুল আওয়ালসহ তিনজনের মধ্যে এই চেক হস্তান্তর করা হয়েছে।  

এ সময় অন্যদের মধ্যে স্থানীয় আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন। 

আরিফুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়