ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, সড়কে যানচলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৫, ২৭ অক্টোবর ২০২১  
বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, সড়কে যানচলাচল বন্ধ

গাজীপুর সদর উপজেলার সালনা এলাকায় শ্যামলী গার্মেন্টস লিমিটেড নামের একটি কারখানার শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছেন। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

বুধবার (২৭ অক্টোবর) দুপুর সাড়ে ২টার দিকে আন্দোলন শুরু করেন শ্যামলী গার্মে।ন্টসের শ্রমিকরা। 

শ্রমিকরা জানান, তাদের ২ মাসের বেতন বকেয়া রয়েছে। এছাড়াও স্টাফদের ৫ মাসের বেতন বকেয়া রয়েছে। বারবার বেতন পরিশোধের কথা বলা হলেও মালিকপক্ষ বেতন পরিশোধ করছে না। ফলে বাধ্য হয়ে শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছে। বেতন পরিশোধের আশ্বাস না দেওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে।

শ্যামলী গার্মেন্টেসের শ্রমিক তাহের উদ্দিন বলেন, ‘এই মাসের ২৫ তারিখ বেতন দেওয়ার কথা ছিল। কিন্তু মালিকপক্ষ এখনো বেতন দেয়নি। আমরা ৩/৪ মাসের বেতন পাই।’

এদিকে শ্রমিকদের সড়ক অবরোধ করায় যানচলাচল বন্ধ হয়ে গেছে। শ্রমিকরা যাতে রাস্তায় কোনো ধরণের বিশৃঙ্খলা করতে না পারে সেজন্য ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ ও শিল্প পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। 

আইনশ্রীঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊদ্ধতন কর্মকর্তারা শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন। 

 এ ঘটনায় শ্যামলী গার্মেন্টেসের মালিকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

রেজাউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়