ঢাকা     শনিবার   ১৮ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

বঙ্গোপসাগরে ১৫০ কেজির ‘তলোয়ার মাছ’

বাগেরহাট প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০১, ১১ ডিসেম্বর ২০২১   আপডেট: ১৯:১২, ১১ ডিসেম্বর ২০২১
বঙ্গোপসাগরে ১৫০ কেজির ‘তলোয়ার মাছ’

বৈজ্ঞানিকভাবে মাছটির নাম সোর্ড ফিশ।

সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে ১৫০ কেজি ওজনের বিরল প্রজাতির একটি ‘তলোয়ার মাছ’ ধরা পড়েছে। শনিবার (১১ ডিসেম্বর) সকালে বাগেরহাট শহরের কেবি মৎস্য অবতরণ কেন্দ্রে মাছটি ১৩ হাজার টাকায় বিক্রি হয়েছে।

এসময় মাছটি একনজর দেখতে ভিড় করেন স্থানীয়রা। জাহিদ শেখ নামের এক মাছ ব্যবসায়ী মাছটি কিনে নেন।

বৈজ্ঞানিকভাবে মাছটির নাম সোর্ড ফিশ। প্রায়ই এই প্রজাতির মাছ ধরা পড়লেও, এত বড় মাছ খুব বেশি একটা পাওয়া যায় না বলে দাবি জেলেদের।

জেলেরা জানায়, বৃহস্পতিবার মাছটি জালে ধরা পড়ে। মাঝে মধ‌্যে এই প্রজাতির মাছ ধরা পড়লেও এত বড় মাছ এই প্রথম তাদের জালে উঠেছে।

স্থানীয় কালাম শেখ বলেন, কেবি বাজারে সবসময় এতো বড় মাছ দেখা যায় না। সকালে জেলেরা ট্রলার থেকে মাছটি নিয়ে আসলে একনজর দেখতে আসলাম।

মাছের ক্রেতা জাহিদ শেখ বলেন, বাজারে বড় মাছ উঠলে আমি কেনার চেষ্টা করি। সকালে কেবি বাজারের মহিতোষ বাবুর ঘরে মাছটি উঠানো হলে ডাকের মাধ্যমে আমি ১৩ হাজার টাকা দিয়ে কিনেছি। মাছটি প্রায় ১৫ ফুট লম্বা। মাছটি কেটে দুই’শ টাকা কেজি দরে সদর উপজেলার ডেমা ইউনিয়নের কাশিমপুর বাজারে বিক্রি করবো। সুস্বাদু মাছ হিসাবে স্থানীয় বাজারে মাছটির সুনাম রয়েছে।

/এনএইচ/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়