ঢাকা     শুক্রবার   ০৩ মে ২০২৪ ||  বৈশাখ ২০ ১৪৩১

কুয়াশা ভেজা সকালে ভোটারদের দীর্ঘ লাইন

সিলেট সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৪, ২৬ ডিসেম্বর ২০২১   আপডেট: ১১:১১, ২৬ ডিসেম্বর ২০২১
কুয়াশা ভেজা সকালে ভোটারদের দীর্ঘ লাইন

চতুর্থ ধাপের নির্বাচনে সিলেটের দুটি উপজেলার ১০ ইউনিয়নে শুরু হয়েছে ভোটগ্রহণ।

রোববার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা থেকে শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত। এই ২০টি ইউনিয়নের মধ্যে রয়েছে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ১০টি ও বিয়ানীবাজার উপজেলার ১০টি।

শীতের কুয়াশা ভেজা সকাল উপেক্ষা করে ভোটাররা বিয়ানীবাজারের আলীনগর ইউনিয়নের রায়খাইল খলাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে উপস্থিত হন। সকাল ৮টা হওয়ার আগেই সেখানে দীর্ঘ লাইন দেখা যায়। একই পরিস্থিতি অন্যান্য ভোট কেন্দ্রে ও।

জেলা নির্বাচন অফিস জানায়, গোলাপগঞ্জ উপজেলার  বাঘা, গোলাপগঞ্জ, ফুলবাড়ী, লক্ষীপাশা, বুধবারিবাজার, ঢাকা দক্ষিণ, লক্ষণাবন্দ, ভাদেশ্বর, পশ্চিম আমুড়া, উত্তর বাদেপাশা,ও শরীফগঞ্জ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ উপজেলায় ভোটার সংখ্যা ২ লাখ ১৫ হাজার ৮৭৮ জন। গোলাপগঞ্জে চেয়ারম্যান প্রার্থী ৫৪ জন। তাদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত ১০ জন, জাতীয় পার্টির ৩ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন, জমিয়তে উলামায়ে ইসলামের একজন, জাসদের একজন, আওয়ামী বিদ্রোহী ৪ জন, বিএনপি সমর্থিত স্বতন্ত্র ১৫ জন, জামায়াত সমর্থিত স্বতন্ত্র ৮ জন, অন্যান্য স্বতন্ত্র ১৩ জন। এছাড়াও সাড়ে ৪ শতাধিক সাধারণ সদস্য (মেম্বার) এবং সংরক্ষিত নারী ওয়ার্ডের সাধারণ সদস্য এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিয়ানীবাজার উপজেলার আলীনগর, চারখাই, দুবাগ, শেওলা, কুড়ারবাজার, মাতিউরা, তিলপাড়া, মুল্লাপুর, মুড়িয়া ও লাওতা ইউনিয়ন। বিয়ানীবাজারের ১০ ইউনিয়নে লড়ছেন ৪৭ চেয়ারম্যান প্রার্থী। মোট ভোটার ১লাখ ৫৭ হাজার। এরমধ্যে পুরুষ ৭৮১০১ জন ও নারী ৭৯৫০১ জন। নির্বাচন করবেন মোট ১৩০ প্রতিনিধি। এরমধ্যে চেয়ারম্যান ১০, সাধারণ সদস্য ৯০ ও সংরক্ষিত নারী ওয়ার্ডের ৩০ সদস্য। এ উপজেলার ১০ ইউনিয়নে মোট ভোটকেন্দ্র ৯৫ ও বুথের সংখ্যা ৪২৫টি।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী জানান, সুষ্ঠভাবে নির্বাচন পরিচালনার লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। শান্তিপূর্ণভাবে এ ভোটগ্রহণ সমাপ্ত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নির্বাচন বিষয়ে জানতে চাইলে গোলাপগঞ্জ উপজেলার রিটার্নিং অফিসার মো. গোলাম কবীর জানান,শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। মাঠে আইনশৃঙ্খলা রক্ষায় ৫ ম্যাজিস্ট্রেট, ৬৭৫ পুলিশ ও ১৬৮৩ আনসার রয়েছেন। এছাড়া যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনী সদা তৎপর আছে।

নূর/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়