ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

জলাশয়ে বিষ দিয়ে মাছ নিধন

মেহেরপুর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩২, ৩১ জুলাই ২০২২   আপডেট: ১১:৩৫, ৩১ জুলাই ২০২২
জলাশয়ে বিষ দিয়ে মাছ নিধন

মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের চরগোয়াল গ্রামের একটি জলাশয়ে বিষ প্রয়োগ করে প্রায় ৪ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। 

রোববার (৩১ জুলাই) সকালে জলাশয়ে মরা মাছগুলো ভাসতে দেখা যায়।  

ক্ষতিগ্রস্থ মাছ চাষি জালাল উদ্দীন জানান, প্রায় ছয় মাস আগে চরগোয়াল গ্রামের চার বিঘা জলাশয় লিজ নেন তিনি। পরে তাতে তিন লাখ টাকার বিভিন্ন প্রজাতির মাছ ছাড়েন।শনিবার রাতে কে বা কারা জলাশয়ে বিষ প্রয়োগ করে মাছ নিধন করেছে। 

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, লিখিত অভিযোগ পেয়েছি। এঘটনার সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হবে।

মহাসিন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়