ঢাকা     শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পাঁচ পা নিয়ে জন্ম নিলো বাছুর

নীলফামারী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪২, ১৭ সেপ্টেম্বর ২০২২   আপডেট: ১৭:৪৫, ১৭ সেপ্টেম্বর ২০২২
পাঁচ পা নিয়ে জন্ম নিলো বাছুর

পাঁচ পা নিয়ে জন্ম নিয়েছে বাছুরটি

নীলফামারীর ডোমার উপজেলায় একটি গাভী পাঁচ পা ওয়ালা বাছুর জন্ম দিয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের পূর্ব বোড়াগাড়ী গ্রামে। এদিকে বাছুরটিকে এক নজর দেখতে এলাকার বিভিন্ন বয়সের মানুষ ভির জমাতে শুরু করেন।  

শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে পূর্ব বোড়াগাড়ী গ্রামের সহকারী শিক্ষক সামছুজ্জামান শাহিনের গোয়ালে পালিত একটি গাভী বাছুরটির জন্ম দেয়। 

আরো পড়ুন:

গাভীর মালিক সামছুজ্জামান শাহিন বলেন, ‘দুপুরে আমার গাভিটি একটি বাছুর জন্ম দেয়। সদ্য জন্ম নেওয়া বাছুরটির পাঁচটি পা রয়েছে। চারটি পা ঠিক জায়গায় থাকলেও ঘাড়ের উপর থেকে আরেকটি অতিরিক্ত পা দেখা যায় বাছুরটির।’ 

তিনি আরও বলেন, ‘চিকিৎসক জানিয়েছেন পাঁচ পা থাকার পরেও বাছুরটির কোনো সমস্যা হবে না। বাছুরটি সুস্থ্য ও স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারবে।’

এ বিষয়ে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, ‘আশা করছি পাঁচ পা নিয়ে বাছুরটির বেড়ে ওঠায় কোনো সমস্যা হবে না। শরীরের সব অঙ্গ স্বাভাবিকভাবে বেড়ে উঠবে। তবে ওই পা’টি বাড়বে না।’

তিনি আরো বলেন, ‘যদি অপারেশন করার মতো হয় তাহলে আমরা রোববার (১৮ সেপ্টেম্বর) বাছুরটির অপারেশন করবো।’ 

সিথুন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়