দেশের ক্রান্তিকালে খালেদা জিয়ার বেঁচে থাকা প্রয়োজন: বাবর
নেত্রকোণা সংবাদদাতা || রাইজিংবিডি.কম
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং নেত্রকোনা–৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুড়ি) আসনে বিএনপির মনোনীত প্রার্থী লুৎফুজ্জামান বাবর বলেছেন, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে খালেদা জিয়া কখনোই কোনো অপশক্তির সঙ্গে আপস করেননি। তাই, এই ক্রান্তিকালে তার বেঁচে থাকা দেশের জন্য অত্যন্ত প্রয়োজন।
শুক্রবার (৫ ডিসেম্বর) নেত্রকোণার মদন উপজেলার বুড়াপীর মাজার প্রাঙ্গণে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন, তিনি সারা দেশের নেতা। দেশে এখনো ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্র থেকে উত্তরণে খালেদা জিয়ার মতো শক্তিশালী নেতৃত্ব অপরিহার্য।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে লুৎফুজ্জামান বাবর জানান, উনি বর্তমানে সংকটাপন্ন অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন আছেন। হয়ত অচিরেই উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেওয়া হতে পারে। নেত্রীর সুস্থতার জন্য আপনাদের দোয়া চাই।
নিজের রাজনৈতিক অঙ্গীকার তুলে ধরে তিনি বলেন, আমার প্রথম কাজ হবে— উন্নয়নের আন্দোলন ও সংগ্রাম। বেকারত্ব দূরীকরণ এবং কর্মসংস্থান সৃষ্টি এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রতিটি ঘরে দুই-তিনজন বেকার যুবক আছে, তাদেরকে স্বাবলম্বী করতে হবে। অতীতে যেমন উন্নয়ন এনেছি, দোয়া করবেন, সুযোগ পেলে ভবিষ্যতে আরো বড় উদ্যোগ নিয়ে আসব।
সভায় মদন উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার, রফিকুল ইসলাম আকন্দসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঢাকা/ইবাদ/রফিক