ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অশ্লীল অঙ্গভঙ্গি করে বিতর্কে শাহরুখপুত্র

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩২, ৫ ডিসেম্বর ২০২৫   আপডেট: ২০:০১, ৫ ডিসেম্বর ২০২৫
অশ্লীল অঙ্গভঙ্গি করে বিতর্কে শাহরুখপুত্র

আরিয়ান খানের বিতর্কিত মুহূর্ত (ডানে)

কয়েক বছর আগে শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান মাদক মামলায় গ্রেপ্তার হয়ে বিতর্কে জড়িয়েছিলেন। এবার অশ্লীল অঙ্গভঙ্গি করে বিতর্কের জন্ম দিলেন এই নবাগত পরিচালক। এ মুহূর্তের একটি ভিডিও ক্লিপ এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। 

এ ভিডিওতে দেখা যায়, অনেকের সঙ্গে বারান্দায় দাঁড়িয়ে আরিয়ান খান। প্রথমে বাইরে উপস্থিত মানুষের উদ্দেশ্যে হাত নাড়েন আরিয়ান। কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ ভিড়ের দিকে মিডল ফিঙ্গার (মধ্যমা আঙুল) প্রদর্শন করেন। যদিও হাসতে হাসতে এমন কাণ্ড করেন আরিয়ান; যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। আরিয়ানের এমন আচরণের কড়া সমালোচনা করছেন নেটিজেনরা। একই সঙ্গে প্রশ্ন উঠেছে, এ ঘটনার পরও কি পুলিশ নীরব থাকবে?

আরো পড়ুন:

ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে জানিয়েছে, একটি ব্র্যান্ডের প্রচারের কাজে বেঙ্গালুরুতে গিয়েছিলেন আরিয়ান খান। মিডিয়া ও ভক্তদের শুভেচ্ছা জানাতে রেস্তোরাঁর বারান্দায় গিয়েছিলেন। তার সঙ্গে ছিলেন কর্নাটকের মন্ত্রী জমির আহমেদ খানের পুত্র কন্নড় অভিনেতা জায়েদ খান, কংগ্রেস নেতা মোহাম্মদ নলপড, কংগ্রেসের এমএলএ এর ছেলে হ্যারিস। 

পুলিশের একটি সূত্র জানিয়েছে, গত ২৮ নভেম্বর বেঙ্গালুরুর আশোকনগর থানার একটি জনপ্রিয় রেস্তোরাঁয় ঘটনাটি ঘটেছে।  

২০২১ সালের ২ অক্টোবর রাতে মুম্বাই থেকে ভারতের পর্যটন নগরী গোয়াগামী বিলাসবহুল প্রমোদতরী থেকে আরিয়ানসহ আটজনকে আটক করে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। কয়েক ঘণ্টা জেরার পর তাদের গ্রেপ্তার করা হয়। ৭ অক্টোবর থেকে মুম্বাইয়ের আর্থার রোডের কারাগারে বন্দি ছিলেন শাহরুখপুত্র। ২২ দিন পর একই বছরের ৩০ অক্টোবর কারামুক্ত হন আরিয়ান। পরবর্তীতে এই মামলা থেকে ক্লিনচিট দেওয়া হয় তাকে।   

বলিউড বাদশা শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান ‘দ্য বা***ডস অব বলিউড’ নামে ওয়েব সিরিজ নির্মাণ করেছেন। গত সেপ্টেম্বরে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পায় এটি। সিরিজটির গল্প রচনা করেছেন আরিয়ান খান, বিলাল সিদ্দিকি ও মানব চৌহান। আরিয়ানের ওয়েব সিরিজটি প্রযোজনা করেছে শাহরুখ খানের রেড চিলিস এন্টারটেইনমেন্ট। অর্থাৎ অভিনয়ের পাশাপাশি সিরিজটিতে প্রযোজক হিসেবেও যুক্ত রয়েছেন শাহরুখ।

তাছাড়াও একঝাঁক তারকা সিরিজটিতে অভিনয় করেছেন। যেমন: ববি দেওল, সাহের বম্বা, মনোজ পাওয়া, মোনা সিং, মণীশ চৌধুরী, রাঘব জুয়াল, অন্যা সিং, বিজয়ন্ত কোহলি, গৌতমি কাপুর। 

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়