ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পদ্মার দুই ইলিশের দাম ১৭ হাজার টাকা

রাজবাড়ী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৬, ২৫ মার্চ ২০২৩   আপডেট: ১৯:১৯, ২৫ মার্চ ২০২৩
পদ্মার দুই ইলিশের দাম ১৭ হাজার টাকা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীর দুটি ইলিশ ১৭ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে। শনিবার (২৫ মার্চ) সকালে দৌলতদিয়া মৎস্য আড়তে মাছ দুটি উন্মুক্ত নিলামে তোলা হয়। ইলিশ দুটির ওজন হয়েছিল ৪ কেজি।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে পদ্মা নদীতে জেলেদের জালে মাছ দুটি ধরা পড়ে। শনিবার সকালে দৌলতদিয়া মৎস্য আড়তে মাছ দুটি তোলা হলে ৫নং ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ প্রতি কেজি ৪ হাজার টাকা দরে ১৬ হাজার টাকায় কিনে নেন।

শাহজাহান শেখ বলেন, ‘সকালে ৪ কেজি ওজনের দুটি ইলিশ প্রতি কেজি ৪ হাজার টাকা দরে মোট ১৬ হাজার টাকায় কিনে এনে মোবাইল ফোনে যোগাযোগ করে ঢাকার এক ব্যবসায়ীর কাছে প্রতি কেজি ৪ হাজার ৩০০ টাকা দরে মোট ১৭ হাজার ২০০ টাকায় বিক্রি করেছি। ইলিশ দুটি বিক্রি করে আমার ১২০০ টাকা লাভ হয়েছে।’

শামীম/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়