ঢাকা     রোববার   ১৯ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

বন বিভাগের জমিতে ঘর নির্মাণ, ইউপি সদস্য কারাগারে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৬, ২৪ আগস্ট ২০২৩   আপডেট: ২২:২৫, ২৪ আগস্ট ২০২৩
বন বিভাগের জমিতে ঘর নির্মাণ, ইউপি সদস্য কারাগারে

চট্টগ্রামে বন বিভাগের জমি দখল করে ঘর নির্মাণের দায়ে মহিউদ্দিন নামের এক ইউপি সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (২৩ আগস্ট) চট্টগ্রাম বন আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারদিন মোস্তাকিম তাসিন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

চট্টগ্রাম বন আদালতের পরিচালক ফরেস্ট রেঞ্জার আব্দুল মালেক বলেন, ইউপি সদস্য মহিউদ্দিন সংরক্ষিত বনের বিশাল জমি দখল করে ঘর নির্মাণ করেন। বিষয়টি জানার পরে বনের জমি থেকে অবৈধ বসতি উচ্ছেদের পাশাপাশি ওই ইউপি সদস্যের বিরুদ্ধে হেঁয়াকো বিট কর্মকর্তা মনিরুল করিম বাদী হয়ে মামলা করেন।

তিনি আরও বলেন, বুধবার ওই মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন মহিউদ্দিন। আদালত শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

রেজাউল/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়