ঢাকা     রোববার   ২৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৫ ১৪৩১

ভারী বর্ষণে টাঙ্গাইল শহরে জলাবদ্ধতা, ভোগান্তি

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩০, ৫ অক্টোবর ২০২৩  
ভারী বর্ষণে টাঙ্গাইল শহরে জলাবদ্ধতা, ভোগান্তি

পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকা ও নির্মাণ কাজ চলমান থাকায় টানা বৃষ্টিতে টাঙ্গাইল শহরের প্রধান সড়কে হাঁটুপানি জমেছে। এতে ভোগান্তি পোহাতে হয়েছে এ সড়ক ব্যবহারকারীদের। এছাড়া ভারী বর্ষণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

বৃহস্পতিবার (৫ অক্টোব) দুপুরে টাঙ্গাইল শহরের নিরালা মোড় থেকে বটতলা সড়ক দেখে মনে হয়েছে, এটি শহরের মধ্যে ছোট খাল। পৌরসভা কার্যালয়, সদর উপজেলা ভূমি অফিস, টাঙ্গাইল প্রেসক্লাব, জেলা শিক্ষা অফিসের সামনে হাঁটু পানি জমে থাকতে দেখা গেছে। এ ছাড়া নিউ মার্কেট, ভিক্টোরিয়া রোড, পার্ক বাজার, শহীদ জগলু রোড, আদালতপাড়া, থানা পাড়াসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

প্রাইভেটকার চালক রুস্তম আলী বলেন, ‘রাস্তায় পানি থাকায় গাড়ির ভিতরে পানি প্রবেশ করছে। বৃষ্টির পানির সঙ্গে ড্রেনের নোংরা পানি মিশে দুর্গন্ধের সৃষ্টি হচ্ছে। দুর্ভোগের আরেক নাম জেলা সদর সড়ক।’

ব্যবসায়ী জাহিদুল ইসলাম বলেন, ‘রাস্তায় পানি থাকার কারণে কয়েক জন হোঁচট খেয়ে পড়ে গেছে। চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে।’

টানা বৃষ্টিতে বিপাকে পড়েছেন শ্রমিক ও দিনমজুররা। শহরের বিভিন্ন এলাকায় স্বাভাবিক দিনে মতো রিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা, ভ্যান দেখা যায়নি। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে কেউ বের হয়নি। রোপা আমনসহ বিভিন্ন সবজি নিয়ে দুঃচিন্তায় পড়েছে চাষিরা।

সদর উপজেলার বাউসা গ্রামের রিকশা চালক লতিফ মিয়া বলেন, ‘ভেবেছিলাম বৃষ্টিতে গাড়ি কম বের হবে। তাই বৃষ্টিতে ভিজে রিকশা চালাচ্ছি। তবে যাত্রী নেই। একদিকে বৃষ্টিতে ভিজতে কষ্ট হচ্ছে, অপরদিকে আয়ও নেই। সব মিলিয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে।’

গালা গ্রামের রাজমিস্ত্রী মাসুদ মিয়া বলেন, ‘যে কোনো দুর্যোগে আমাদের মতো গরিব মানুষের কষ্ট পোহাতে হয়। আজ (বৃহস্পতিবার) তো সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি কারণে গ্রামের অনেক ধানক্ষেত তলিয়ে গেছে।’

টাঙ্গাইল আবহাওয়া অফিসের ইনচার্জ মো. জামাল উদ্দিন বলেন, বুধবার (৪ অক্টোবর) বিকেল ৩টা থেকে বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকেল ৩টা পর্যন্ত ২৪ ঘণ্টায় টাঙ্গাইলে ১০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপ স্থলভাগে উঠে এসেছে। ফলে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। আগামী শনিবার (৭ অক্টোবর) মধ্যে বৃষ্টি কমে পরিবেশ স্বাভাবিক হবে বলে তিনি জানান। 

টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর বলেন, ‘শহরে উন্নয়ন কাজ চলমান রয়েছে। দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ হলে তখন আর জলাবদ্ধতার ভোগান্তি থাকবে না।’
 

কাওছার/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়