ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রামেক হাসপাতালে দুদক

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৮, ২৮ এপ্রিল ২০২৪  
রামেক হাসপাতালে দুদক

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। করোনা মহামারির সময় নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) বেড কেনাকাটার অনিয়মের অভিযোগে রোববার (২৮ এপ্রিল) দুপুরে এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন দুদকের রাজশাহী জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইন।

দুদক কর্মকর্তারা প্রশাসন ভবনে প্রবেশের পর সহকারী পরিচালক (অর্থ ও ভান্ডার) ডা. আব্দুল কুদ্দুস মন্ডলের কক্ষে প্রবেশ করেন এবং বিভিন্ন নথিপত্র দেখেন। পরে কিছু নথিপত্র নিয়ে যান তারা।

আরো পড়ুন:

হাসপাতাল থেকে বের হওয়ার সময় দুদক কর্মকর্তা আমির হোসাইন বলেন, করোনাকালে আইসিইউ বেড কেনাকাটায় অনিয়ম হয়েছে এমন অভিযোগের ভিত্তিতেই এই অভিযান পরিচালিত হয়েছে। কিছু নথিপত্র নিয়েছেন। অভিযোগের সঙ্গে এসব নথিপত্র যাচাই বাছাই করা হবে। যাচাই-বাছাই শেষে জেলা সমন্বিত কার্যালয় থেকে দুদক প্রধান কার্যালয়ে বিস্তারিত প্রতিবেদন পাঠানো হবে। এগুলো পর্যবেক্ষণ শেষে কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

কেয়া/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়