ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুয়াশার চাদরে ঢাকা খুলনার আকাশ

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১২, ২৪ ডিসেম্বর ২০২৩  
কুয়াশার চাদরে ঢাকা খুলনার আকাশ

রোববার (২৪ ডিসেম্বর) ভোর থেকে দুপুর পর্যন্ত খুলনায় সূর্যের দেখা নেই। এই জনপদ কুয়াশায় ঢাকা পড়েছে। ঘন কুয়াশার চাদরে ঢাকা চারপাশ। খুলনায় শনি ও রোববার ভোর থেকে দুপুর পর্যন্ত এই অবস্থা বিরাজমান ছিল। যদিও দুপুরের পর থেকে সূর্যের দেখা মেলে।

এদিকে, একইভাবে দিনের আকাশ অর্ধবেলা কুয়াশাচ্ছন্ন থাকলেও রাতের তাপমাত্রা বেড়েছে। তবে সকাল থেকে কিছুটা ঠান্ডা বাতাস ও কুয়াশার কারণে শীতের তীব্রতা ছিল।

আরো পড়ুন:

কুয়াশার ঘনত্বের কারণে একটু দূরের জিনিসও দেখা কঠিন। কাজে বের হওয়া লোকজনকে শীত নিবারণে গরম কাপড়ের পাশাপাশি মাথায় হুডি ব্যবহার করতে দেখা গেছে। আবার বাতাস থেকে রক্ষা পেতে অনেকে মুখে মাস্কও ব্যবহার করছেন।
ভোর থেকে প্রধান সড়কগুলোতে হেড লাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা যাচ্ছে।

খুলনা আঞ্চলিক আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ আমিরুল আজাদ বলেন, এ বছর শীত মৌসুমে গত দুই দিন ধরে সবচেয়ে বেশি কুয়াশা পড়ছে।

নুরুজ্জামান/স্বরলিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়