ঢাকা     শুক্রবার   ০৩ মে ২০২৪ ||  বৈশাখ ২০ ১৪৩১

চুয়াডাঙ্গায় দুই দিন ধরে সূর্যের দেখা নেই

চুয়াডাঙ্গা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৩, ২ জানুয়ারি ২০২৪   আপডেট: ১১:১৭, ২ জানুয়ারি ২০২৪
চুয়াডাঙ্গায় দুই দিন ধরে সূর্যের দেখা নেই

চুয়াডাঙ্গায় গত দু’দিন ধরে সূর্যের দেখা নেই। আবার তাপমাত্রা হ্রাস পেতে শুরু করেছে। ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকছে এখানের প্রকৃতি। সড়কে যান চলাচল করছে ঝুঁকি নিয়ে। 

মঙ্গলবার (২ জানুয়ারি) চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১.০ ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল ছিলো ১২.৬ ডিগ্রি সেলসিয়াস। 

ঘন কুয়াশার সাথে উত্তরের হিমেল হাওয়ায় জনজীবন কাবু করে দিচ্ছে। সূর্য না উঠায় জনজীবনে হাড়কাঁপানো শীত অনুভূত হচ্ছে। শীতে সব থেকে বেশি কষ্ট পাচ্ছে জেলার ছিন্নমূল ও দরিদ্র মানুষ।

চুয়াডাঙ্গা আবহাওয়া দপ্তরের কর্তব্যরত পর্যবেক্ষক জাহি হক জানান, আজ সকাল ৯ টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.০ ডিগ্রি সেলসিয়াস। 

তিনি আরো জানান, এই পরিস্থিতি অব্যাহত থাকবে।

এম এ মামুন/টিপু 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়