ঢাকা     মঙ্গলবার   ০৭ মে ২০২৪ ||  বৈশাখ ২৪ ১৪৩১

বরগুনার নীলিমা পয়েন্ট থেকে চারটি হরিণের চামড়া জব্দ

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৬, ১ এপ্রিল ২০২৪   আপডেট: ১৩:৪৫, ১ এপ্রিল ২০২৪
বরগুনার নীলিমা পয়েন্ট থেকে চারটি হরিণের চামড়া জব্দ

বরগুনার পাথরঘাটার নীলিমা পয়েন্ট থেকে চারটি হরিণের চামড়া জব্দ করেছে কোস্টগার্ড। 

রোববার (৩১ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে পাথরঘাটা উপজেলার নীলিমা পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে চামড়া জব্দ করলেও কাউকে আটক করতে পারেনি তারা। 

বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি স্টেশন পাথরঘাটার কন্টিনজেন্ট কমান্ডার এম জাহিদুল ইসলাম এই অভিযানের নেতৃত্ব দেন। 

তিনি বলেন, একটি চক্র কয়েকদিন ধরে সক্রিয় হয়ে হরিণ শিকারের চেষ্টা করছিল। আমরা সোর্সের মাধ্যমে তথ্য নিয়ে নীলিমা পয়েন্ট এলাকায় অভিযান শুরু করি। কিন্তু চক্রের সদস্যরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে চারটি হরিণের চামড়া ফেলে রেখে পালিয়ে যায়। জব্দকৃত চামড়া পাথরঘাটার ফরেস্ট কেস কনজারভেটিভ অফিসার মো. সোহরাব হোসেনের কাছে হস্তান্তর করা হয়েছে। 

এই চক্রের সদস্যদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

ইমরান/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়