ঢাকা     রোববার   ১৯ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

টেকনাফে ৫০ হাজার ইয়াবা উদ্ধার 

কক্সবাজার প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৭, ৮ এপ্রিল ২০২৪  
টেকনাফে ৫০ হাজার ইয়াবা উদ্ধার 

কক্সবাজারের টেকনাফ উপজেলায় ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে সীমান্তরক্ষা বাহিনীর (বিজিবি) সদস্যরা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। একটি কাঠের নৌকা জব্দ করা হয়েছে।

রোববার (৭ এপ্রিল) দিবাগত রাতে টেকনাফের সাবরাং নাফ নদী এলাকা থেকে মাদক উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন আহমেদ। 

লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন আহমেদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারেন, মিয়ানমার থেকে মাদকের চালান নাফ নদী পথে বাংলাদেশে আসতে পারে। ওই সংবাদে বিজিবি সদস্যরা রোববার (৭ এপ্রিল) রাত ২টার দিকে সাবরাং এলাকায় নাফ নদীতে কাঠের নৌকায় সন্দেহভাজন দুই ব্যক্তিকে চ্যালেঞ্জ করে। এ সময় তারা নৌকা ফেলে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে কাঠের নৌকার ভেতর থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একইসঙ্গে কাঠের নৌকাটিও জব্দ করা হয়।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

তারেকুর/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়