ঢাকা     শনিবার   ২৭ জুলাই ২০২৪ ||  শ্রাবণ ১২ ১৪৩১

এবারও পঞ্চগড় সীমান্তে বসছে না দুই বাংলার মিলনমেলা

পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫২, ১৩ এপ্রিল ২০২৪   আপডেট: ২২:১৩, ১৩ এপ্রিল ২০২৪
এবারও পঞ্চগড় সীমান্তে বসছে না দুই বাংলার মিলনমেলা

ফাইল ফটো

বাংলা নববর্ষ উপলক্ষে পঞ্চগড় সীমান্তে এবারও বসছে না দুই বাংলার মিলনমেলা। শনিবার (১৩ এপ্রিল) বিকেলে নীলফামারী ৫৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আসাদুজ্জামান হাকিম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, বিগত বছরগুলোর মত মিলন মেলা নিয়ে এবারও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ও প্রশাসনের কোনো নির্দেশনা পাওয়া যায়নি। তাই এবারও সীমান্তে দুই বাংলার মিলন মেলা বসছে না।

উল্লেখ্য, বৈশাখের প্রথম ও দ্বিতীয় দিন সীমান্তে এ মিলনমেলা অনুষ্ঠিত হতো। এ সময় দুই দেশের হাজার হাজার মানুষ জমায়েত হয়ে একে অন্যের সঙ্গে কথা ও ভাব বিনিময় করতেন। ২০১৯ সাল থেকে এ মিলনমেলা বন্ধ রয়েছে।

নাঈম/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়