ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ধান ক্রয়ে মধ্যস্বত্বভোগী কেউ যেন সুবিধা নিতে না পারে: কৃষিমন্ত্রী

সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৯, ১৯ এপ্রিল ২০২৪   আপডেট: ১৭:১০, ১৯ এপ্রিল ২০২৪
ধান ক্রয়ে মধ্যস্বত্বভোগী কেউ যেন সুবিধা নিতে না পারে: কৃষিমন্ত্রী

ধান ক্রয়ে মধ্যস্বত্বভোগী কেউ যেন সুবিধা নিতে না পারে সেজন্য সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুস শহীদ।

ধানের ন্যায্যমূল্য নিয়ে কৃষকদের আশ্বস্ত করে তিনি বলেন, ‘আপনারা পরিশ্রম করে ধান ফলান, আমরা সেই মূল্যায়ন করব। আগামী পরশু সরকারিভাবে ধানের দাম নির্ধারণ নিয়ে মন্ত্রণালয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হবে, সেখানে ধানের দাম নির্ধারণ করা হবে। এতে কৃষকের স্বার্থ রক্ষা করা হবে। কেউ যেন সিন্ডিকেট করে ধানের দাম কমিয়ে দিয়ে কৃষকের ক্ষতি করতে না পারে সে বিষয়ে সরকার সজাগ দৃষ্টি রাখছে।’

শুক্রবার (১৯ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের পাশে দেখার হাওরের ধান কেটে ধান কাটার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, ‘কৃষক হচ্ছে বাংলাদেশে প্রাণ। কৃষি বাঁচলে দেশ বাঁচবে। আমাদের দেশের খাদ্য চাহিদার লক্ষ্যমাত্রা ২ কোটি ২২ লক্ষ মেট্রিক টন। আমরা সেই লক্ষ্যে পৌঁছাতে চেষ্টা করে যাচ্ছি।’

কৃষিকে সহজ করতে সরকার যান্ত্রিকীকরণ বাড়াচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমার মন্ত্রণালয়ে প্রতিদিন ২-৩ জন এমপি আসেন তাদের এলাকার জন্য মেশিন নিতে। আমরা সবসময় চেষ্টা করি তাদের সেবা দেওয়ার। কিন্তু আমাদেরও সীমাবদ্ধতা রয়েছে। সেটি নিয়ে কাজ করছি। তবে, হাওর এলাকায় পর্যাপ্ত ধান কাটার মেশিন দেওয়া হয়েছে। মেশিনের কোনো সংকট হবে না।’

মনোয়ার/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়