ঢাকা     শনিবার   ০৪ মে ২০২৪ ||  বৈশাখ ২১ ১৪৩১

ঝালকাঠির ৪ উপজেলায় বৃষ্টির আশায় নামাজ আদায়

ঝালকাঠি প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৯, ২৫ এপ্রিল ২০২৪  
ঝালকাঠির ৪ উপজেলায় বৃষ্টির আশায় নামাজ আদায়

ঝালকাঠি জেলার ৪ উপজেলায় বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ৯ টায় রাজাপুর উপজেলার পাড়গোপালপুর ইসাহাকাবাদ হোসাইনাইনিয়া সিনিয়র আলিম মাদ্রাসার আয়োজনে মাদ্রাসা সংলগ্ন রৌদ্রোজ্জ্বল মাঠে এ নামাজ আদায় করা হয়। 

নামাজে ইমামতি করেন মাদ্রাসার সিনিয়র প্রভাষক মাওলানা হেমায়েত উদ্দিন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা আলমগীর হোসাইন, ইউপি সদস্য তৌহিদুল ইসলাম, উপাধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান, প্রভাষক মাওলানা আক্তারুজ্জামান, প্রভাষক মাওলানা মোস্তাফিজুর রহমান, মাওলানা নুরুজ্জামান, মাওলানা আইউব আলী, মাওলানা শহিদুল ইসলামসহ এলাকার বিভিন্ন স্তরের মুসল্লিবৃন্দ।

অনাবৃষ্টি ও তীব্র গরম থেকে বাঁচতে বৃষ্টির প্রার্থনায়  এ নামাজের আয়োজন করা হয়। শিশু, যুবক, মধ্য বয়সী, বৃদ্ধদের উপস্থিতিতে নামাজ শেষে মোনাজাতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সবার আকুতিতে আমীন আমীন শব্দে চোখের পানিতে এক ভিন্ন পরিবেশের সৃষ্টি হয়।

এছাড়াও ঝালকাঠির বিনয়কাঠি, কাঠালিয়া, নলছিটিতে পৃথকভাবে বিভিন্ন সময়ে বৃষ্টি প্রার্থনার নামাজ আদায় করা হয়েছে।

অলোক/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়