ঢাকা     শনিবার   ১৮ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

লক্ষ্মীপুরে অবশেষে স্বস্তির বৃষ্টি

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৪, ৩ মে ২০২৪  
লক্ষ্মীপুরে অবশেষে স্বস্তির বৃষ্টি

লক্ষ্মীপুরে তীব্র তাবপ্রবাহের পর অবশেষে হয়েছে কাঙ্ক্ষিত বৃষ্টি। এতে করে আবহাওয়া কিছুটা শীতল অনুভব হচ্ছে।

শুক্রবার (৩ মে) বিকেল সাড়ে ৫টার দিকে লক্ষ্মীপুর পৌর এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়তে দেখা যায়। এর আগে রাত ৩টার দিকে ২০ মিনিটের জন্য বৃষ্টির দেখা পান জেলাবাসী।

রাতে মাঝারি বৃষ্টির সঙ্গে ছিল দমকা হাওয়া। সকাল থেকে তীব্র তাপপ্রবাহ দেখা যায়। বিকেল সাড়ে ৫টার দিকে আবারও ১০ মিনিটের বৃষ্টিতে জনজীবনে কিছুটা শান্তি নেমে আসে।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাকির হোসেন ভূঁইয়া আজাদ বলেন, গত কয়েক দিনের তীব্র গরমের পর এরকম স্বস্তির বৃষ্টিতে প্রাণ জুড়িয়ে গেল।

উল্লেখ্য, গত ২৫ এপ্রিল তীব্র দাবদাহ থেকে বাঁচতে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায় করেছেন লক্ষ্মীপুরের মুসল্লিরা। এদিন জেলার বিভিন্ন স্থানে পৃথকভাবে ইস্তিসকার নামাজের আয়োজন করা হয়। নামাজ শেষে আল্লাহর কাছে সকল ভুলত্রুটির ক্ষমা চেয়ে বৃষ্টির জন্য কেঁদেছেন মুসল্লিরা।

লিটন/ফয়সাল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়