ঢাকা     রোববার   ১৯ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

বনে মাটির নিচে পুঁতে রাখা হরিণের মাংস জব্দ

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২০, ৫ মে ২০২৪  
বনে মাটির নিচে পুঁতে রাখা হরিণের মাংস জব্দ

বরগুনার পাথরঘাটায় ৬০ কেজি হরিণের মাংস ও ৮টি হরিণের পা জব্দ করেছে কোস্টগার্ড।

রোববার (৫ মে) দুপুরে উপজেলার ছয়রাবাদ খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় হরিণের মাংস ও পা জব্দ করে তারা কোস্টগার্ড। তবে, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

পাথরঘাটা স্টেশনের কোস্টগার্ড কমান্ডার এম ফিরোজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে ছয়রাবাদ খেয়াঘাটের টুলু কাজির বাড়ির বনের ভিতর থেকে বরফজাত করে মাটিতে পুঁতে রাখা ১টি কর্কশীট থেকে ৬০ কেজি হরিণের মাংস এবং হরিণের ৮টি পা জব্দ করা হয়েছে। পরবর্তীতে জব্দকৃত হরিণের মাংস পাথরঘাটা বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে একটি চক্র হরিণ শিকারের পরিকল্পনা করে আসছে। এই চক্রটিকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। আমাদের অভিযান অব্যাহত আছে।

ইমরান/ফয়সাল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়