ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আড়াই ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ সচল

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৫, ৬ মে ২০২৪   আপডেট: ১৯:৪৭, ৬ মে ২০২৪
আড়াই ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ সচল

পিঠাগুড়ি রেল ব্রিজের সংস্কার কাজ চলছে।

প্রায় আড়াই ঘন্টাপর ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। ফলে ট্রেনের সিডিউল বিপর্যয়ের কারণে দুর্ভোগে পড়েন রেল যাত্রীরা।

সোমবার (৬ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে গফরগাঁও উপজেলার গয়েশপুর বাজারের পিঠাগুড়ি রেল ব্রিজের নিচের মাটি সরে যাওয়ায় ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে বিকেল সোয়া ৪টার দিকে ব্রিজ মেরামত করলে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ সচল হয়।

ময়মনসিংহ রেলওয়ে স্টেশন মাস্টার নাজমুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।

নাজমুল হক বলেন, গত রাতে প্রচুর বৃষ্টি হওয়ায় গয়েশপুর বাজারের পিঠাগুড়ি এলাকার রেল ব্রিজের নিচের মাটি সরে যায়। ফলে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ রাখা হয়। পরে বিকেলে ওই ব্রিজ মেরামত করার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

তিনি আরও বলেন, অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেন কাওরাইদ এবং হাওর এক্সপ্রেস মশাখালি স্টেশনে প্রায় তিন ঘন্টার বেশি সময় ধরে দাঁড়িয়ে ছিল।

মিলন/ফয়সাল

সর্বশেষ

পাঠকপ্রিয়