ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জেল ও জরিমানা

কালীগঞ্জ (গাজীপুর) গাজীপুর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১১, ৬ মে ২০২৪  
গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জেল ও জরিমানা

গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

গাজীপুরের কালীগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১ জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা এবং নির্বাচন আচরণ বিধিমালা ভঙ্গের কারণে ১ জনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৬ মে) সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলার জামালপুর এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন ঊর্মি পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ দিয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন ঊর্মি বলেন, সোমবার সন্ধ্যায় জামালপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী জামালপুর গ্রামের সাহাবউদ্দিনের ছেলে মো. সোহেল আহমেদকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা এবং চৌরা গ্রামের সেলিম ভূঁইয়ার ছেলে মেহেদিকে নির্বাচন আচরণ বিধিমালা ২০১৬ এর ৩২(১) ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ফজলুল হক, বেঞ্চ সহকারী আল আমিন, থানা পুলিশ ও আনসার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

রফিক/ফয়সাল

সর্বশেষ

পাঠকপ্রিয়