ফরিদপুরে কালবৈশাখীর তাণ্ডব, শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত
ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

কালবৈশাখীর তাণ্ডবে ফরিদপুরের দুই উপজেলার কয়েকটি গ্রামের শতাধিক ঘরবাড়ি, দোকানপাট ও কয়েকশ গাছপালা বিধ্বস্ত হয়েছে।
বৃহস্পতিবার (৯ মে) সন্ধ্যায় বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলায় কয়েকটি ইউনিয়নের ওপর দিয়ে এই কালবৈশাখী বয়ে যায়।
তারেক আব্দুল্লাহ নামে এক ব্যক্তি বলেন, জরুরি কিছু ঔষধ কিনতে বাড়ি থেকে বাজারের দিকে যাচ্ছিলাম। হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হয়। ১৫ মিনিটের ঝড়ে শতাধিক ঘরবাড়ি, দোকানপাট গাছপালা বিধ্বস্ত হয়েছে।
আলফাডাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার ওবায়দুর রহমান বলেন, ঝড়ে কয়েকটি গাছ সড়কে ভেঙে পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে সড়ক থেকে গাছপালা অপসরণ করে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।
বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মিজানুর রহমান বলেন, ঝড়ের পরে দীর্ঘ সময় বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল।
জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার বলেন, ঝড়ে ক্ষয়ক্ষতির প্রকৃত তথ্য এখনো পাইনি। তথ্য সংগ্রহে কাজ চলছে। ক্ষতিগ্রস্ত সকলকে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুনর্বাসন ও আর্থিক সহযোগিতা করা হবে।
তামিম/কেআই