ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল ওষুধ বিক্রির দায়ে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৪, ১১ মে ২০২৪  
মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল ওষুধ বিক্রির দায়ে জরিমানা

মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, চিকিৎসকের স্যম্পল ওষুধ বিক্রি এবং আগের দিনের খাবার ফ্রিজে সংরক্ষণের  অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চার ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ২৩ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (১১ মে) সকালে পৌরশহরের সড়ক বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী এই অভিযান চালান। তাকে সহায়তা করে আখাউড়া থানা পুলিশ। 

আরো পড়ুন:

ইফতেখারুল আলম রিজভী বলেন, সকালে আখাউড়া পৌরশহরের সড়ক বাজারে বিভিন্ন ফার্মেসি ও হোটেলে অভিযান চালানো হয়। মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, চিকিৎসকের স্যম্পল ওষুধ বিক্রির অপরাধে তিনটি ফার্মেসিকে জরিমানা করা হয়। এছাড়া আগের দিনের কাবাব ফ্রিজে সংরক্ষণের অপরাধে একটি হোটেলের মালিককেও জরিমানা করা হয়েছে। ওই চারটি প্রতিষ্ঠানকে মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়। আগামীতেও অভিযান অব্যাহত থাকবে।

মাইনুদ্দীন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়