ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কারখানার ১০ তলার ছাদ লাফ দিয়ে নারী শ্রমিকের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৮, ১৯ মে ২০২৪  
কারখানার ১০ তলার ছাদ লাফ দিয়ে নারী শ্রমিকের আত্মহত্যা

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী জরুন এলাকার একটি পোশাক কারখানার ১০ তলার ছাদ থেকে লাফ দিয়ে নীলা খাতুন (৩০) নামের পোশাক শ্রমিক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার (১৯ মে) দুপুরে জরুন এলাকায় ইসলাম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় ঘটনাটি ঘটে।

মারা যাওয়া নীলা খাতুন সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানার মানিকদাইড় গ্রামের লিটন মল্লিকের মেয়ে। 

আরো পড়ুন:

পুলিশ ও এলাকাবাসী জানায়, জরুন এলাকায় বাসা ভাড়া থেকে নীলা খাতুন ইসলাম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানার ওভেন সেকশনে জুনিয়র পলিম্যান হিসেবে কাজ করতেন। আজ দুপুরে তিনি ওই কারখানার ১০ তলার ছাদ থেকে লাফ দেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় লোকজন একটি ক্লিনিকে নিয়ে যান। সেখান থেকে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক নীলা খাতুনকে মৃত ঘোষণা করেন।

গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আশরাফ উদ্দিন জানান, কারখানার ১০ তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে ওই নারী শ্রমিক মারা গেছেন। কী কারণে তিনি ছাদ থেকে লাফ দিয়েছেন তা জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রেজাউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়