ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আখাউড়ায় সোয়া ঘণ্টায় ৭.২৬% ভোট

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৩, ২১ মে ২০২৪   আপডেট: ১১:১২, ২১ মে ২০২৪
আখাউড়ায় সোয়া ঘণ্টায় ৭.২৬% ভোট

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলা পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সকাল ৮টা থেকে কেন্দ্রে দীর্ঘ লাইন থাকার কথা থাকলেও ভোটার লাইন দৃশ্যত ফাঁকা।

মঙ্গলবার (২১ মে) ৯ টায় আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ ভোট কেন্দ্রে সরেজমিন গিয়ে দেখা যায় সকাল ৯.১৫ মিনিটে ভোট পড়েছে মাত্র ৭.২৬%।

দায়িত্বে থাকা প্রিজাইডিং কর্মকর্তা মো. আল আমিন বলেন, এই কেন্দ্রে পুরুষ ভোটার ২০৩৮টি। কেন্দ্রে ৫টি বুথে  সকাল ৯.১৫ মিনিটে মোট ভোট পড়েছে ১৪৮টি। যা ৭.২৬%। 

ভোটারদের লাইন ফাঁকা কেন প্রশ্ন করলে তিনি জানান- বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়তে পারে।

পাশেই নারী ভোটারের ৫টি বুথ, সেখানে বেশ উপস্থিতি দেখা যায়। সেখানে  দায়িত্বে থাকা প্রিজাইডিং কর্মকর্তা রেজাউল করিম খন্দকার বলেন, এখানে মোট ভোটার ১৯২১ জন। তবে কতটি ভোট পড়েছে সকাল পৌনে ১০টা পর্যন্ত তিনি হিসেব করেননি।

রুবেল/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়