ঢাকা     বুধবার   ০৬ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ২২ ১৪৩১

চাচাকে হারিয়ে জয়ী এমপিপুত্র রাকিবুজ্জামান আহমেদ

লালমনিরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৬, ২২ মে ২০২৪   আপডেট: ০৯:৫৮, ২২ মে ২০২৪
চাচাকে হারিয়ে জয়ী এমপিপুত্র রাকিবুজ্জামান আহমেদ

রাকিবুজ্জামান আহমেদ। ফাইল ফটো

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদের ভাই মাহবুবুজ্জামান আহমেদকে হারিয়ে জয়ী হয়েছেন এমপিপুত্র রাকিবুজ্জামান আহমেদ। চাচা-ভাতিজার ভোটযুদ্ধে ভাতিজার কাছে ৪৯৫৩ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন চাচা।

কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকে রাকিবুজ্জামান আহমেদ ২৪ হাজার ৩০৩ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে মাহবুবুজ্জামান আহমেদ ঘোড়া প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৩৫০ ভোট।

এছাড়া, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীকে আবির হোসেন চৌধুরী ১২ হাজার ৮০০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দেবদাস কুমার রায় ১২ হাজার ৭৩০ ভোট পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে শিউলি রানি রায় হাস প্রতীকে ১৮ হাজার ৬৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ নাজনীন রহমান ১২ হাজার ২৭৯ ভোট পেয়েছেন।

এছাড়া, জেলার আদিতমারী উপজেলায় চেয়ারম্যান পদে ইমরুল কায়েস ফারুক ৩৩ হাজার ১৩৫ ভোট, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মাইদুল ইসলাম সরকার ২২ হাজার ৫২৩ ভোট, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৪৬৮৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন নির্বাচনে লালমনিরহাটের আদিতমারী ও কালীগঞ্জ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে দুই উপজেলায় চেয়ারম্যান, পুরুষ ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। গণনা শেষে রাত সাড়ে ৯টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা লুৎফর কবির বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।

জামাল/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়