ঢাকা     সোমবার   ১৭ জুন ২০২৪ ||  আষাঢ় ৩ ১৪৩১

কুষ্টিয়ায় ট্রলি চাপায় বৃদ্ধার মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৫, ২৪ মে ২০২৪  
কুষ্টিয়ায় ট্রলি চাপায় বৃদ্ধার মৃত্যু

কুষ্টিয়ার মিরপুরে স্যালো ইঞ্জিন চালিত বালু বোঝাই ট্রলির চাপায় জোবেদা খাতুন (৬৫) নামে এক বৃদ্ধা মারা গেছেন। শুক্রবার (২৪ মে) সকাল সাড়ে ৯টার দিকে নিজ বাড়ির সামনের রাস্তা পাড় হওয়ার সময় মারা যান তিনি।

মারা যাওয়া জাবেদা খাতুন উপজেলার ছাতিয়ান ইউনিয়নের জামাদারপাড়া গ্রামের মৃত তোরাব আলী মন্ডলের স্ত্রী। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, জোবেদা খাতুন সকালে বাড়ির সামনের রাস্তা পার হচ্ছিলেন। এসময় দ্রুতগতির স্যালো ইঞ্জিন চালিত বালু বোঝাই ট্রলি তাকে চাপা দেয়ে। ঘটনাস্থলেই জাবেদা খাতুনের মৃত্যু হয়। ট্রলি নিয়ে চালক পালিয়ে যান। স্থানীয়দের কাছ থেকে জানতে পেরে মিরপুর থানা পুলিশ মারা যাওয়া বৃদ্ধার মরদেহ উদ্ধার করে। 

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ বলেন, ট্রলি ও চালককে আটক করা যায়নি। অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কাঞ্চন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়