ঢাকা     সোমবার   ১৭ জুন ২০২৪ ||  আষাঢ় ৩ ১৪৩১

টেকনাফে ঝরনা দেখতে গিয়ে ২ যুবক অপহৃত

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৫, ২৪ মে ২০২৪   আপডেট: ২২:১১, ২৪ মে ২০২৪
টেকনাফে ঝরনা দেখতে গিয়ে ২ যুবক অপহৃত

ঝরনাদেখতে গিয়ে অপহরণের শিকার হন রেদুয়ান (ডানে)। এসময় পালিয়ে আসেন তার ভাই রিয়াদ (বাঁয়ে)

কক্সবাজারের টেকনাফে পাহাড়ি ঝরনা দেখতে যাওয়া দুই যুবককে দুর্বৃত্তরা অপহরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২৪ মে) সকালে উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়ার বাঘঘোনা পাহাড়ি এলাকা থেকে তাদের অপহরণ করা হয়। এসময় সঙ্গে থাকা অপর এক যুবক পালিয়ে আসেন।

অপহৃতরা হলেন- বাঘঘোনা এলাকার মোহাম্মদ রিদুয়ান (২৬) ও চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পূর্ব রুপকারিয়া এলাকার মোস্তাক আহমদের ছেলে রেদুয়ান (২২)। পালিয়ে আসা যুবকের নাম ফয়জুল করিম রিয়াদ (৩০)। তিনি অপহৃত রেদুয়ানের ভাই।

অপহৃত রেদুয়ানের এক আত্মীয় বলেন, সকালে বাহারছড়া নোয়াখালী পাড়ার ঝরনা দেখতে রেদুয়ান ও রিয়াদকে নিয়ে যান এক যুবক। এসময় তাদের অপহরণ করা হয়। অপহরণকারীদের কবল থেকে রিয়াদ পালিয়ে আসেন। বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে।

বাহারছড়া তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ ছমি উদ্দিন বলেন, তিন জনকে অপহরণের চেষ্টা করে দুর্বৃত্তরা। একজন পালিয়ে আসতে পারলেও অপর দুই জনকে অপহরণের ব্যাপারে জানতে পেরেছি। অপহৃতদের উদ্ধারে পুলিশের অভিযান অব্যহত রয়েছে।

তারেকুর/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়