ঢাকা     সোমবার   ১৭ জুন ২০২৪ ||  আষাঢ় ৩ ১৪৩১

কক্সবাজার সদর হাসপাতালের নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি 

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৭, ২৬ মে ২০২৪  
কক্সবাজার সদর হাসপাতালের নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি 

কক্সবাজারের ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে তত্ত্বাবধায়কের স্বাক্ষর জালিয়াতি করে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের অভিযোগ উঠেছে। এ বিষয়ে শনিবার (২৫ মে) হাসপাতাল কর্তৃপক্ষ কক্সবাজার সদর থানায় সাধারণ ডায়েরি করেছে। 

হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা এমডি গোলাম মোরশেদ সাধারণ ডায়েরিতে উল্লেখ করেছেন, সম্প্রতি কুচক্রী মহল অসৎ উদ্দেশ্যে কক্সবাজারের ভাবমূর্তি ক্ষুন্ন করতে হাসপাতালের তত্ত্বাবধায়কের স্বাক্ষর নকল করে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করেছে,  যা বানোয়াট ও ভিত্তিহীন। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা ই-মেইল ও অন্যান্য তথ্যের সঙ্গে ওই হাসপাতালের সংশ্লিষ্টতা নেই।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অনুরোধ জানান তিনি।
 

তারেকুর/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়