ঢাকা     শনিবার   ২৭ জুলাই ২০২৪ ||  শ্রাবণ ১২ ১৪৩১

রেমালের প্রভাবে বৃষ্টি, টানা তাপদাহের পর স্বস্তি চুয়াডাঙ্গায়

চুয়াডাঙ্গা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০১, ২৭ মে ২০২৪   আপডেট: ১৪:০৫, ২৭ মে ২০২৪
রেমালের প্রভাবে বৃষ্টি, টানা তাপদাহের পর স্বস্তি চুয়াডাঙ্গায়

টানা তাপদাহে অতিষ্ঠ চুয়াডাঙ্গাবাসী রেমালের প্রভাবে ঝরে পড়া বৃষ্টি ও দমকা বাতাসে স্বস্তি খুঁজে পেয়েছেন। বৃষ্টির কারণে দীর্ঘদিন পর এখানের ফসলের মাঠেও সজিবতা ফিরেছে। 

চুয়াডাঙ্গার দীননাথপুরের কৃষক হারিস উদ্দিন জানান, এ বৃষ্টি ফসল ও কৃষকের জন্য আশীর্বাদ।  

এদিকে বৃষ্টির কারণে সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মূল্যায়ন পরীক্ষা স্থগিত করা হয়েছে।  

রোববার (২৬ মে) দিবাগত মধ্যরাত থেকে চুয়াডাঙ্গায় বাতাসের সাথে বৃষ্টি শুরু হয়েছে। আজ সোমবার সকালেও বৃষ্টি ও বাতাস অব্যাহত থাকতে দেখা গেছে। 

এছাড়া দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চুয়াডাঙ্গায় জেলার সব অঞ্চলে বিদ্যুৎ সঞ্চালন বন্ধ রয়েছে। 

চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের সিনিয়র পর্যবেক্ষক রকিবুল হাসান জানান, আজ সকাল ৯ টায় ৩৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

মামুন/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়