ঢাকা     রোববার   ০৮ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩১

উপজেলা নির্বাচন: নীলফামারী সদরে জয় পেলেন আবুজার

নীলফামারী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২০, ২৯ মে ২০২৪   আপডেট: ২১:৫২, ২৯ মে ২০২৪
উপজেলা নির্বাচন: নীলফামারী সদরে জয় পেলেন আবুজার

আবুজার রহমান

নীলফামারী সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আবুজার রহমান। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে ২৬ হাজার ১০৩ ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন। আবুজার রহমান উপজেলা আওয়ামী লীগের সভাপতি।

বুধবার (২৯ মে) রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান। 

জানা গেছে, ‘আনারস’ প্রতীকে আবুজার রহমান পেয়েছেন ৪৮ হাজার ৫৩৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দীপক চক্রবর্তী ‘ঘোড়া’ প্রতীকে পেয়েছেন ২২ হাজার ৪৩৬ ভোট।

আরো পড়ুন:

এদিকে, এই উপজেলায় ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জ্যোতির্য়ম রায়। তিনি ‌‘টিয়া পাখি’ প্রতীকে পেয়েছেন ২২ হাজার ২৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হর্ষ বর্ধণ রায় ‘চশমা’ প্রতীকে পেয়েছেন ২১ হাজার ৯৬৭ ভোট। এই দুই প্রার্থীর ভোটের ব্যবধান মাত্র ৫৭টি।

নারী ভাইস-চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন শান্তনা চক্রবর্তী। তিনি ‘প্রজাপতি’ প্রতীকে পেয়েছেন ৩৪ হাজার ৩৪০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরিফা সুলতানা লাভলী ‘ফুটবল’ প্রতীকে পেয়েছেন ২০ হাজার ৪০ ভোট।

সিথুন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়