ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৭ কিলোমিটার যানজট

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৪, ২৩ জুন ২০২৪  
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৭ কিলোমিটার যানজট

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের প্রায় ১৭ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়েছে। একাধিক দুর্ঘটনা, গাড়ি বিকল ও অতিরিক্ত যানবাহনের চাপ থাকায় রোববার (২৩ জুন) দুপুরের পর থেকে কালিহাতীর পৌলি থেকে বঙ্গবন্ধু সেতুপূর্ব টোলপ্লাজা পর্যন্ত সড়‌কে যানজট দেখা দেয়। এর ফলে সড়কে যাতায়াতকারীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। আধাঘণ্টা সড়ক অতিক্রম করতে সময় লাগছে ৩-৪ ঘণ্টা।

নাটোর থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের চালক রুস্তম মিয়া বলেন, ‌‘বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় থেকে এলেঙ্গা পর্যন্ত আসতে সময় লাগে সর্বোচ্চ ১৫ মিনিট। আজকে দুপুরের পর সময় লেগেছে প্রায় ৩ ঘণ্টা। গাড়িতে থাকা যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।’

আরো পড়ুন:

বগুড়া থেকে আসা মাইক্রোবাসের চালক হুমায়ূন শেখ বলেন, ‘কোরবানি ঈদের আগের দিনও এই মহাসড়কে প্রায় ৩ ঘণ্টার মতো যানজটে বসে থাকতে হয়েছে। আজকেও জট দেখা দিয়েছে। কষ্ট হচ্ছে। পুলিশ ঠিকমতো দায়িত্ব পালন করলে চালকরা নিয়ম অমান্য করে গাড়ি চালাতে পারতো না। ফলে মহাসড়কে যানজট দেখা দিতো না।’

এলেঙ্গা হাইও‌য়ে পু‌লিশ ফাঁড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান বলেন, চালকদের বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে এবং প‌রিবহ‌নের চাপ থাকায় মহাসড়কে ধীর গতিতে যানবাহন চলাচল কর‌ছে। 

কাওছার/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়