ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুমিল্লায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৫, ৮ জুলাই ২০২৪  
কুমিল্লায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

ভ্রাম্যমাণ আদালতের অভিযান

কুমিল্লা নগরীর নিউমার্কেটে অবস্থিত ডায়না ও ইমানিয়া বেকারিকে বিএসটিআই, কুমিল্লা ও কুমিল্লা জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৮ জুলাই) দুপুরে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদি হাসান খান শাওন’র নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

আরো পড়ুন:

অভিযানে মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ না করে বিস্কুট, ব্রেড, চানাচুর ও বাদাম পণ্য প্রস্তুত, মোড়কজাত ও বাজারজাত করায় ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’ এর ৪১ ধারায় ডায়না বেকারিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয় এবং একই ধারায় মেসার্স ইমানিয়া বেকারিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

এসময় ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই, কুমিল্লা অফিসের কর্মকর্তা আরিফ উদ্দিন প্রিয়, পরিদর্শক (মেট্রোলজি) এবং সার্বিক সহযোগিতা করেন মো. ইকবাল আহম্মদ, ফিল্ড অফিসার (সিএম) এবং কাজী মো. শাহান, ফিল্ড অফিসার (সিএম)।

রুবেল/ফয়সাল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়