ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রংপুরে ৯ দফা দাবি আদায়ে সড়কে শিক্ষার্থীরা

রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৬, ৩ আগস্ট ২০২৪  
রংপুরে ৯ দফা দাবি আদায়ে সড়কে শিক্ষার্থীরা

সারাদেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা ও হত্যার প্রতিবাদ এবং ৯ দফা দাবিতে বরিশালে রাস্তায় অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। একই স্থানে সতর্ক অবস্থায় থাকতে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীকে।

শনিবার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১টায় নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় পূর্ব ঘোষণা অনুযায়ী সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।

শান্তিপূর্ণ আন্দোলনে হামলা ও হত্যার প্রতিবাদ এবং ৯ দফা দাবিতে রংপুরে মুষলধারে বৃষ্টির মধ্যে রাস্তায় অবস্থান নিয়েছে শিক্ষার্থী ও অভিভাবকেরা। একই স্থানে সতর্ক অবস্থায় থাকতে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীকে।

শনিবার (৩ আগস্ট) সকাল ১০টা থেকে রংপুর প্রেসক্লাব সামনে পূর্ব ঘোষণা অনুযায়ী ৯ দফা দাবি আদায়ের আন্দোলনে জড়ো হতে থাকেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনে সংহতি জানিয়ে অংশ নিতে থাকেন অভিভাবকরাও।

পরে দুপুর ১২টার দিকে রংপুর প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভাগীয় নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এ সময় জেলা স্কুল মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন অভিভাবক ও শিক্ষার্থীরা। 

শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে অভিভাবক বলেন, বাংলাদেশের ছাত্ররা কখনো কোনো অন্যায়কারীকে হিসেব করে না। কখনো কারো কাছে মাথানত করে না। আপনাদেরও হিসেব করার সময় নেই। 

অভিভাবকরা আরও বলেন, ছেলে-মেয়েরা তাদের ন্যায্য দাবি নিয়ে মাঠে নেমেছে। অনেকে হত্যার শিকার হয়েছে। অনেকে আহত হয়ে হাসপাতালে-বাড়িতে কাতরাচ্ছে। অনেকে আবার মামলায় জড়িয়ে যাওয়ার আতঙ্কে রয়েছে। আমরা অভিভাবক হয়ে বাড়িতে বসে থাকতে পারি না। তাই শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে নিরাপত্তার স্বার্থে আমরাও তাদের পাশে দাঁড়িয়েছি।

এ সময় পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদসহ সব হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার, আন্দোলনে গ্রেপ্তার হওয়া সব শিক্ষার্থীর মুক্তিসহ ৯ দফা দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখে ভুয়া ভুয়া স্লোগান দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

আমিরুল/ইমন

সর্বশেষ

পাঠকপ্রিয়