ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পাল্টে গেলো ফরিদপুরের বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালের নাম

ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৫, ৭ আগস্ট ২০২৪  
পাল্টে গেলো ফরিদপুরের বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালের নাম

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালের নাম ফলক থেকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব’ লেখাটি উঠিয়ে ফেলা হয়েছে। সেখানে সাঁটিয়ে দেওয়া হয়েছে পূর্বের  নাম ‘ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল’ লেখা ব্যানার। তার নিচে লেখা রয়েছে হাসপাতাটির সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

বুধবার (৭ আগস্ট) সকালে মেডিক্যাল কলেজ হাসপাতালটির উপ-পরিচালক দীপক কুমার বলেন, ‌‘যদিও নতুন সাইনবোর্ডের নিচে লেখা রয়েছে সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এটা করেছেন। তবে এটা আমাদের কেউ পরিবর্তন করেছেন বলে জানা নেই। শুনেছি, এটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী ও স্থানীয় জনতা করেছেন। গতকাল মঙ্গলবার বিকেল কিংবা সন্ধ্যায় তারা এটি পারেন।’ 

আরো পড়ুন:

তিনি আরও বলেন, ‘আমরা চাকরি করি, চাইলেই তো নাম পরিবর্তন করতে পারি না। এটা পরিবর্তন করতে পারে সরকার। সরকার চাইলে নাম পরিবর্তন করবেন।  আমাদের কোনো কর্মকর্তা-কর্মচারী সাইবোর্ড পরিবর্তনের সঙ্গে যুক্ত আছেন কি-না ভালো করে জেনে জানাতে পারবো।’

তামিম/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়