ডাকাত আতঙ্কে রাত জেগে পাহারা
মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মুন্সীগঞ্জে ডাকাত আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন পৌরবাসী। নিজেদের জানমালের নিরাপত্তায় পাড়া-মহল্লায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ লাঠি, টর্চলাইট, বাঁশি নিয়ে রাত জেগে পাহারা দিচ্ছেন।
জানা যায়, সম্প্রতি মুন্সীগঞ্জ শহর ও আশপাশের এলাকায় ডাকাতির ঘটনা ঘটেছে বলে খবর চাউর হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়রা রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত পাহারার ব্যবস্থা করেছেন।
শনিবার (১০ আগস্ট) রাতে মুন্সীগঞ্জ পৌরসভার মানিকপুর, খালইস্ট, রুহিতপুর, ভিটি শিলমন্দি উত্তরপাড়া ও দক্ষিণপাড়া ও দেওভোগ ঘুরে মানুষজনকে পাহারা দিতে দেখা গেছে।
রুহিতপুর গ্রামের অনুপ সরকার বলেন, রাত ১১টার পরে এলাকায় অপরিচিত কেউ এলে আমরা তার পরিচয় নিশ্চিত হই। আমরা চাই এই আতঙ্ক দূর হোক।
মানিকপুর এলাকার মাকসুদুল আলম বলেন, নিজেদের জানমাল রক্ষায় আমাদেরই পাহারা দিতে হচ্ছে। আশা করি, দ্রুতই পুলিশ দায়িত্বে ফিরবে এবং সবকিছু আবার স্বাভাবিক হবে।
মুন্সীগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আবু সাত্তার মুন্সী বলেন, দেশের বিভিন্ন যায়গায় ডাকাতির ঘটনা ঘটছে বলে খবর পাওয়া যাচ্ছে। এজন্য স্থানীয়রা পাহারার ব্যবস্থা করেছেন।
রতন/কেআই