ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘প্রশাসনে সংস্কার না হলে পরে ভয়াবহ বিপ্লব হতে পারে’

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০১, ২৬ নভেম্বর ২০২৪  
‘প্রশাসনে সংস্কার না হলে পরে ভয়াবহ বিপ্লব হতে পারে’

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী

প্রশাসনে সংশোধনের মাধ্যমে রাষ্ট্র সংস্কার না হলে পরে আবারও ভয়াবহ বিপ্লব হতে পারে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী। তিনি বলেছেন, ‘‘এবারের বিপ্লবে তো তেমন কিছু হয়নি, পরে আবারও বিপ্লব হলে সেটা হবে ভয়াবহ।’’

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে রাজশাহী বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তা ও গণমান্য ব্যক্তিদের সঙ্গে জনপ্রশাসন সংস্কার কমিশনের মতবিনিময়সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন। এর আগে সকাল থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। 

জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী বলেন, ‘‘প্রশাসনের কর্মকর্তারা রাষ্ট্রের ক্ষমতার একজন হেফাজতকারীমাত্র। আপনার উচিত জনগণকে স্বস্তি দেওয়ার জন্য এটিকে ব্যবহার করা।’’

তিনি বলেন, ‘‘এখন মানুষ আগের মতো নাই। কোথাও কোনো কিছু হলে সঙ্গে সঙ্গে তারা ঘিরে ফেলে। এটা আগে ছিল না। মানুষ যাতে আইন হাতে তুলে না নেয়, সেটা আমাদের বোঝাতে হবে।’’

এ সময় জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান, কমিশনের সদস্য প্রফেসর ডা. সৈয়দা শাহীনা সোবহান, ছাত্রপ্রতিনিধি মেহেদী হাসান, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর প্রমুখ উপস্থিত ছিলেন।
 

ঢাকা/কেয়া/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়