ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নির্বাচন নিয়ে কথা বলার এখতিয়ার ইসির: উপদেষ্টা সাখাওয়াত

বরিশাল সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৩, ২ ডিসেম্বর ২০২৪  
নির্বাচন নিয়ে কথা বলার এখতিয়ার ইসির: উপদেষ্টা সাখাওয়াত

বরিশাল মেরিন একাডেমিতে সোমবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন

অন্তর্বর্তীকালীন সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, “নির্বাচন কমিশন (ইসি) গঠিত হয়েছে। নির্বাচন নিয়ে আলোচনা করা তাদের এখতিয়ার। এটি আমাদের এখতিয়ার বলে মনে করি না। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত তারা কখন কীভাবে নির্বাচন দেবেন। তাদের সংগঠিত হতে দিন, তখন তারাই নিজ থেকে নির্বাচনের রোড ম্যাপ দেবেন।” 

সোমবার (২ ডিসেম্বর) বরিশাল মেরিন একাডেমিতে ক্যাডেটদের শিক্ষা সমাপনী প্যারেড অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

আরো পড়ুন:

নৌরুটে রাতে বাল্কহেড বন্ধ করা প্রসঙ্গে সাখাওয়াত হোসেন বলেন, “এ বিষয়ে ডিজি শিপিংকে বলা হয়েছে। তিনি অবগত, তবে তার হাতে অনেক পরিদর্শক নেই। আমরা পরিদর্শক আরো আনছি। অন্যায় এবং আইন-বহির্ভূত কাজ আমরা বন্ধ করব।”

দুবাইয়ে মেরিনদের ভিসা কার্যক্রম বন্ধ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এ নিয়ে আমরা দুবাই সরকারের সঙ্গে কথা বলেছি। অ্যাম্বাসেডরও (রাষ্ট্রদূত) জানিয়েছেন তিনি কাজ করছেন। ফলে অচিরেই সমস্যরা সমাধান হবে।”

উপদেষ্টা বলেন, “সেখানকার সরকার তাদের চিন্তা থেকে এটি বন্ধ করেছে। আমরা আমাদের মেরিনারদের জন্য যেটা চাচ্ছি, সেটা নিয়ে আলোচনা হয়েছে। এটা নিয়ে আইএমও তেও আলোচনা করেছি। তবে এটা শুধু দুবাই নয়, অনেক সময় সিঙ্গাপুরসহ অন্য দেশেও হয়। ভিসা দেওয়া না দেওয়া হচ্ছে অন্য দেশের বিষয়, তবে আমরা কাজ করে যাচ্ছি। দুবাইয়ের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত ভালো।”

অনুষ্ঠানে বিভিন্ন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

ঢাকা/পলাশ/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়