ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুড়িগ্রামে শীত বাড়ায় শুরু হয়েছে জনজীবনে ভোগান্তি

কুড়িগ্রাম প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪২, ১০ ডিসেম্বর ২০২৪  
কুড়িগ্রামে শীত বাড়ায় শুরু হয়েছে জনজীবনে ভোগান্তি

কুড়িগ্রামে কুয়াশার সাথে বাড়ছে কনকনে ঠাণ্ডার মাত্রা। এতে করে অনেকটাই ব্যাহত হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকছে পথঘাট ও প্রকৃতি। 

আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ৭টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস। 

গত দুই সপ্তাহ ধরে জেলার তাপমাত্রা নিম্নগামী থাকায় শীত বস্ত্রের অভাবে কষ্টে পড়েছে হতদরিদ্র, ছিন্নমূল ও স্বল্প আয়ের মানুষেরা। হিমেল বাতাস ও ঘন কুয়াশায় বিপাকে পড়েছে খেটে খাওয়া ও শ্রমজীবী মানুষজন। তীব্র শীত ও কুয়াশা উপেক্ষা করে তারা কাজের সন্ধানে বের হচ্ছেন।

 

এদিকে দিনের অধিকাংশ সময় সূর্য মেঘের আড়ালেই থাকছে। সূর্যের উত্তাপ না থাকায় হিমেল বাতাসে নিম্নগামী হতে থাকে তাপমাত্রা। এ কারণে তীব্র শীত অনুভূত হতে থাকে। এছাড়াও আবহাওয়া পরিবর্তনের কারণে হাসপাতালগুলোতে বৃদ্ধি পেয়েছে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। 

অপরদিকে শীত কষ্টে পড়েছে জেলার নদ-নদী তীরবর্তী ৪ শতাধিক চর ও দ্বীপচরের হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষজন। 

জেলার রাজারহাট উপজেলার বালাকান্দি গ্রামের দিনমজুর বাচ্চু মিয়া বলেন, “ঠাণ্ডাত খুব কষ্টে আছি। কাজও করতে পারছি না সময় মতো। গতকাল থেকে ঠাণ্ডার কারণে ঘর থেকে বাহির হওয়া যায় না। আবার রাতেও বিছানায় খুব কষ্ট হয়। আমরা তো গরিব মানুষ। গরম কাপড় ঠিক মত কিনতে পারি নাই বলেই কষ্ট করতে হচ্ছে।”

কুড়িগ্রাম আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, “গত ১৫ দিন ধরে এই অঞ্চলের তাপমাত্রা ১২-১৬ ডিগ্রী সেলসিয়াস উঠা-নামা করছে। এছাড়াও এ মাসের মাঝামাঝি সময়ে এ জেলার উপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।”

ঢাকা/বাদশাহ্/ইমন

সর্বশেষ

পাঠকপ্রিয়