ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রামের আঞ্চলিক গানের বিখ্যাত শিল্পী সনজিত আচার্য্য আর নেই

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৪, ১০ ডিসেম্বর ২০২৪  
চট্টগ্রামের আঞ্চলিক গানের বিখ্যাত শিল্পী সনজিত আচার্য্য আর নেই

শিল্পী সনজিত আচার্য্য

চট্টগ্রামের আঞ্চলিক গানের বহুল জনপ্রিয় ও কিংবদন্তি শিল্পী সনজিত আচার্য্য আর নেই। 

সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামের বেসরকারি ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন তিনি। এর আগে সকালে স্ট্রোক করলে তাঁকে চট্টগ্রামের হাসপাতালে ভর্তি করা হয়। 

সনজিত আচার্য্যের মৃত্যুর বিষয়টি জানিয়েছেন চট্টগ্রামের আঞ্চলিক গানের সনজিত আচার্য্যর সঙ্গে দীর্ঘদিনের জুটি শিল্পী কল্যাণী ঘোষ। 

‘পাল উড়াইয়া দিলে সাম্পান গুড়গুড়াই টানে/ আয় তোরা কন্ কন্ যাবি আঁরার সাম্পানে’-এর মতো অসংখ্যা জনপ্রিয় গানের স্রষ্টা সনজিত আচার্য্য। ৭০ দশকের শেষের দিকে সনজিতের আঞ্চলিক নাটক ‘সাম্পানওয়ালা’ নিয়ে চলচ্চিত্র তৈরি করেছিলেন প্রয়াত সংগীত কিংবদন্তী সত্য সাহা, যে ছবি গোটা দেশে আলোড়ন তুলেছিল। চট্টগ্রামের আঞ্চলিক গানে শেফালী ঘোষ ও শ্যামসুন্দর বৈষ্ণবের কালজয়ী জুটির পর সনজিত আচার্য-ক্যলাণী ঘোষ জুটিই হলো চট্টগ্রামে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় জুটি।

সনজিত-শেফালী, সনজিত-কল্যাণী এবং সনজিত-কান্তা নন্দীর দ্বৈতকণ্ঠে গাওয়া ‘বাজান গিয়ে দইনর বিলত/ পাটি বিছাই দিয়্যি বইও ঘরত...’, বাঁশ ডুয়ার আড়ালত থাই/ আঁরারে ডাকর কিয়রল্লাই...’, ‘গুরা গুরা হতা হই/ বাগানর আড়ালত বই/ পিরিতির দেবাইল্যা আঁরারে বানাইলা’সহ অনেক গানই চিরসবুজ আঞ্চলিক গান হিসেবে পরিচিতি পেয়েছে।

সনজিত আচার্য্যের মৃত্যুতে চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। 

ঢাকা/রেজাউল/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়