ঢাকা     মঙ্গলবার   ১১ ফেব্রুয়ারি ২০২৫ ||  মাঘ ২৮ ১৪৩১

ভারতে কারাভোগ শেষে ফিরলেন ১২ বাংলাদেশি নারী-পুরুষ

নিজস্ব প্রতিবেদক, যশোর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৪, ১১ জানুয়ারি ২০২৫   আপডেট: ০৯:২৯, ১১ জানুয়ারি ২০২৫
ভারতে কারাভোগ শেষে ফিরলেন ১২ বাংলাদেশি নারী-পুরুষ

বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেন ৩ আসামিসহ ১২ বাংলাদেশি

ভারতে কারাভোগ শেষে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন ৩ আসামিসহ ১২ বাংলাদেশি। তারা অবৈধ ভাবে দালালের মাধ্যমে বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে যান। সে দেশে অবৈধভাবে অবস্থান অপরাধে তাদেরকে পুলিশ আটক করে কারাগারে পাঠায়।

শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে। এর আগে তারা ভারতের দমদম সেন্ট্রাল কারাগারে বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করেন।

এরা হলেন, সাতক্ষীরার আশিকুর রহমান (২৫), গাজীপুরের সুমন সরকার (৩০), নরসিংদীর ওমর ফারুক (২৫), চাঁপাইনবাবগঞ্জের মিজান শেখ (২৮), খুলনার রিয়াজুল ইসলাম (২৫), মাদারীপুরের বেলাল মোল্লা (২৮), নড়াইলের রেজিনা খাতুন (২৫), সাগর ফকির (২৮), বাগেরহাটের রবিউল হাওলাদার (২৫), মোকসেদ হাওলাদার (৩০), সাতক্ষীরার রুবেল গাজী (২৫) এবং খালিদ হাসান। 

এদের মধ্যে সুমন সরকার, ওমর ফারুক ও রিয়াজুল ইসলামের নামে দেশে একাধিক মামলা রয়েছে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশ পরিদর্শক ইব্রাহিম হোসেন জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঢাকা/রিটন/টিপু 


সর্বশেষ

পাঠকপ্রিয়