ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ মহিলা দলের নেত্রীর

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৬, ৫ এপ্রিল ২০২৫   আপডেট: ২২:৪০, ৫ এপ্রিল ২০২৫
বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ মহিলা দলের নেত্রীর

সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রফিকুজ্জামান ছট্টু ও দ্বীন মোহাম্মদ দীনুর বিরুদ্ধে চাঁদাবাজি, ঘের দখল, লুটপাট ও দাঙ্গা-হাঙ্গামাসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে এবং তাদের বিরুদ্ধে রাজনৈতিক ও সাংগঠনিভাবে আইনগত ব্যবস্থাসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের কাছে লিখিত আবেদন করেছেন জেলা মহিলা দলের সদস্য আম্বিয়া খাতুন।

গত ১৪ মার্চ তিনি এ আবেদনপত্রটি জেলা বিএনপির আহ্বায়ক রহতুল্লাহ পলাশের কাছে দেন। তিনি এ আবেদনটি জেলা বিএনপির দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির কাছে দিয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন।

আরো পড়ুন:

বিএনপি নেতা রফিকুজ্জামান ছট্টু তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, ‘‘আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ছড়ানো হচ্ছে। যা আদৌ সঠিক নয়।’’

বিএনপি নেতা রফিকুজ্জামান ছট্টু বলেন, ‘‘মহিলা দলের সদস্য আম্বিয়া ও সালেহা হক কেয়া একজন আওয়ামী পরিবারের পক্ষ নিয়ে আমার বিরুদ্ধে এ সব মিথ্যা অপপ্রচার ছড়াচ্ছেন।’’ 

সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও তদন্ত কমিটির সদস্য আবুল হাসান হাদী জানান, জেলা মহিলা দলের সদস্য আম্বিয়া খাতুনের লিখিত আবেদন পেয়েছেন। এ বিষয়ে পরবর্তী তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
 

ঢাকা/শাহীন/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়