ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

উৎসব আমেজে খোয়াই পাড়ের ঐতিহ্যবাহী বান্নি মেলা অনুষ্ঠিত

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৫, ৬ এপ্রিল ২০২৫   আপডেট: ০৯:৪৩, ৬ এপ্রিল ২০২৫
উৎসব আমেজে খোয়াই পাড়ের ঐতিহ্যবাহী বান্নি মেলা অনুষ্ঠিত

ঐতিহ্যবাহী বান্নি মেলায় মাটির তৈরি খেলনা ও গৃহস্থালি সামগ্রী

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ পৌর শহরের পুরানবাজারে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী বান্নি মেলা। এ মেলাকে ঘিরে পুরো শায়েস্তাগঞ্জ জুড়েই ছিলো উৎসবের আমেজ।

শনিবার (৫ এপ্রিল) সকালে পূণ্যস্নানের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের মেলা শুরু হয়। চলে মধ্যরাত পর্যন্ত। মেলা উপলক্ষে খোয়াই নদীর তীরঘেঁষা পুরানবাজারে শত শত মানুষের সমাগম ঘটে। বিভিন্ন স্থান থেকে নারী-পুরুষ মেলায় আসেন। তাদেরকে আনন্দে মেতে উঠতে দেখা যায়।

দিনব্যাপী মেলাতে শতাধিক দোকানে পসরা সাজিয়ে বসেন বিক্রেতারা। মেলায় গরু, হাতি, ঘোড়া, উট, বক, পুতুল ইত্যাদি মাটির তৈরি খেলনা ছাড়াও গৃহস্থালি সামগ্রীরও অনেক জিনিস ওঠে। চুরি-ফিতা মন্ডামিঠাইসহ নানা খাদ্যসামগ্রীও বিক্রি হতে দেখা যায়।

জনসমাগম থাকায় আইনশৃঙ্খলা রক্ষায়ও ছিল বিশেষ গুরুত্ব। শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দীলিপ কান্ত নাথ জানান, দিনব্যাপী মেলাতে ১০ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করেন। সার্বক্ষণিক মেলার চারদিক নজরদারিতে রাখা হয়। র‌্যাবের টহলও ছিল।  

জানা যায়, শায়েস্তাগঞ্জ পৌর শহরের পুরানবাজারের বান্নি মেলা প্রায় অর্ধ্বশত বছর ধরেই অনুষ্ঠিত হয়ে আসছে। জনশ্রুতি রয়েছে, ঐতিহ্যবাহী বারুণী স্নানোৎসব থেকেই বান্নি মেলার উৎপত্তি। তাই এই মেলার দিন সকালে পূণ্যস্নানের আয়োজন থাকে।

ঢাকা/মামুন/টিপু 

সর্বশেষ

পাঠকপ্রিয়