ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

২৪৮৩ একর জমি বুঝে পেল কেইপিজেড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০১, ৯ এপ্রিল ২০২৫  
২৪৮৩ একর জমি বুঝে পেল কেইপিজেড

কোরিয়ান ইপিজেড কর্তৃপক্ষকে ২ হাজার ৪৮৩ একর জমির দলিল হস্তান্তর করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন

চট্টগ্রামে কোরিয়ান ইপিজেডের (কেইপিজেড) জন্য অধিগ্রহণ করা জমি হস্তান্তর-সংক্রান্ত দীর্ঘ দুই যুগের জটিলতা মাত্র দুই মাসে নিরসন করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশনা অনুযায়ী কেইপিজেড কর্তৃপক্ষকে ২ হাজার ৪৮৩ একর জমির দলিল আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিট্রেট ফরিদা খানম। 

মঙ্গলবার (৮ এপ্রিল) চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দলিল হস্তান্তর করা হয়। 

জেলা প্রশাসক ফরিদা খানম জানিয়েছেন, কেইপিজেডের জন্য অধিগ্রহণ করা জমির দলিল হস্তান্তর নিয়ে দীর্ঘ দুই যুগ ধরে জটিলতা ছিল। এ কারণে বিদেশি বিনিয়োগ বিঘ্নিত হচ্ছিল। এ পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার নির্দেশনায় জমি-সংক্রান্ত জটিলতা নিরসনের উদ্যোগ নেয় চট্টগ্রাম জেলা প্রশাসন। মাত্র দুই মাস সময়ের মধ্যেই দুই যুগ ধরে ঝুলে থাকা জটিলতা নিরসন করে কেইপিজেড কর্তৃপক্ষকে ২ হাজার ৪৮৩ একর জমির দলিল হস্তান্তর করা হয়। কেইপিজেজের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী কর্নেল (অব.) মো. শাহজাহান দলিল গ্রহণ করেছেন।

এর ফলে কোরিয়ান ইপিজেডে বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি পাবে এবং চট্টগ্রাম জেলায় দুই লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

দলিল হস্তান্তর অনুষ্ঠানে কোরিয়ান ইপিজেডের ব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ), ভূমি অধিগ্রহণ কর্মকর্তাসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা/রেজাউল/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়