ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঝিনাইদহে দোকানিকে পিটিয়ে হত্যার অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৬, ১৫ এপ্রিল ২০২৫  
ঝিনাইদহে দোকানিকে পিটিয়ে হত্যার অভিযোগ

ঝিনাইদহে পাওনা টাকা চাওয়ায় মোহাম্মদ আলী (৬৫) এক দোকানিকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে সদর উপজেলার বাদপুকুরিয়া গ্রামে হত্যাকাণ্ডটি ঘটে। 

আরো পড়ুন:

নিহত মোহাম্মদ আলী (৬৫) বাদপুকুরিয়া গ্রামের বাসিন্দা ছিলেন।

এলাকাবাসী জানান, বাদপুকুরিয়া গ্রামের মোহাম্মদ আলীর মুদি দোকান থেকে বাকিতে পণ্য নিতেন একই গ্রামের আসাদুল ইসলাম। আজ সকালে পার্শ্ববর্তী ত্রিমোহনী বাজারে যাওয়ার সময় আসাদুলের কাছে পাওনা টাকা চান মোহাম্মদ আলী। এসময় আসাদুল মোহাম্মদ আলীর ওপর চড়াও হন। দুইজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে আসাদুল ও তার পরিবারের লোকজন মোহাম্মদ আলীকে মারধর করেন। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মোহাম্মদ আলী মারা যান।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ‍হত্যাকাণ্ডের খবর পেয়ে অভিযুক্ত আসাদুল, তার বাবা আসকর আলীসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

ঢাকা/শাহরিয়ার/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়