ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভুট্টা ক্ষেতে শিশুর মরদেহ, পরিবারের দাবি হত্যা

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৩, ১৫ এপ্রিল ২০২৫  
ভুট্টা ক্ষেতে শিশুর মরদেহ, পরিবারের দাবি হত্যা

চাটমোহরের একটি ভুট্টা ক্ষেত থেকে মঙ্গলবার সকালে জুঁয়ের মরদেহ উদ্ধার হয়। ইনসেট: জুঁই

পাবনার চাটমোহরের একটি ভুট্টা ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে উপজেলার রামপুর বিলের ভুট্টা ক্ষেত থেকে জুঁই খাতুনের লাশ উদ্ধার হয়। স্বজনদের ধারণা, জুঁইকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

মারা যাওয়া জুঁই নাটোরের বড়াইগ্রাম উপজেলার গাড়ফা উত্তরপাড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী জাহিদুল ইসলামের মেয়ে। সে গাড়ফা আজেদা নূরানী কিন্ডার গার্ডেন মাদরাসার শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।

আরো পড়ুন:

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার (১৪ এপ্রিল) বিকেলে দাদার বাড়ি যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় জুঁই। এরপর থেকে তার সন্ধান পাচ্ছিলেন না পরিবারের লোকজন। আজ সকালে রামপুর বিলের ভুট্টা ক্ষেতে জুঁই খাতুনের বিবস্ত্র লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে জানান স্থানীয়রা। এ সময় তার মুখে পোড়া ক্ষত চিহ্ন ও পড়নের প্যান্ট গলায় পেঁচানো ছিল।

নিহত জুঁইয়ের মা মমিনা খাতুন বলেন, “মেয়েটা গতকাল বিকেলে বাড়ি থেকে বের হয়। সে মাঝেমধ্যে পার্শ্ববর্তী তার দাদার বাড়িতে বেড়াতে যায়। রাতেও সেখানে থাকতো। সোমবার রাতে ওর দাদার বাড়িতে খোঁজ নিয়ে জানা যায়, সে সেখানে যায়নি। এরপর খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাইনি আমরা।”

তিনি আরো বলেন, “আজ সকালে বাড়ির পাশের ভুট্টা খেতে তার মরদেহ পাওয়া গেছে। যে আমার মেয়েকে হত্যা করেছে আমরা তার বিচার চাই।” 

নিহতের দাদি জহুরা খাতুন বলেন, “আজ সকালে মেয়েটিকে খুঁজতে খুঁজতে আমি ভুট্টা ক্ষেতে যাই। সেখানে জুঁইয়ের মরদেহ পড়ে থাকতে দেখি। কে যে আমার নাতনীর সর্বনাশ করলো? আমরা তার ফাঁসি চাই।” 

চাটমোহর থানার ওসি মঞ্জুরুল আলম বলেন, “স্বজনরা মরদেহের পরিচয় শনাক্ত করেছেন। শিশুটির বাড়ি বড়াইগ্রাম উপজেলায়। তবে, তার লাশ উদ্ধার হয়েছে চাটমোহর মৌজায়। আমরা ঘটনাস্থলে এসেছি। মরদেহ উদ্ধারসহ আইনগত প্রক্রিয়া চলামন।” 

ঢাকা/শাহীন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়